তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে যোগাযোগ ব্যবস্থা অচল

|

ছবি: সংগৃহীত

ভূমিকম্পে শুধু ভবনধস নয়। যোগাযোগ ব্যবস্থাও পুরোপুরি ভেঙে পড়েছে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায়।

দেশ দু’টির মধ্যেকার ক্রুসিং ‘বাব আল হাওয়া’ ভূমিকম্পের পর থেকেই বন্ধ। কারণ, দীর্ঘ সংযোগ সড়কটি ভেঙে ভয়াল রূপ নিয়েছে। সেখানে যানবাহন চলা তো দূরের ব্যাপার; মানুষদের হাটার উপায় নেই। অথচ, স্বাভাবিক পরিস্থিতিতে এ পথেই দু’দেশের মধ্যে সরবরাহ করা হতো আন্তর্জাতিক ত্রাণ সহায়তা।

এদিকে, কাহামানমারাশ এলাকার রেললাইন দুমড়ে-মুচড়ে গেছে। দেখলেই মনে হবে, শক্তিশালী কিছু বাঁকিয়ে দিয়েছে যোগাযোগের এই পথ। সেটির সংস্কারে কাজ করছেন সংশ্লিষ্ট। খুব শিগগিরই চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। শহরটিতে ভেঙে পড়েছে ৪০ শতাংশ ঘরবাড়ি-অবকাঠামো।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply