লিগ ম্যাচে ৫০০ গোলের কীর্তি রোনালদোর

|

ছবি: সংগৃহীত

লিগ ম্যাচে ৫’শ গোলের মাইল ফলক স্পর্শ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৫ দলের হয়ে এখন পর্যন্ত নামের পাশে ৫০৩ লিগ গোল সিআর সেভেনের নামের পাশে। তবে সব ধরনের প্রতিযোগিতা মিলে ক্লাবের হয়ে ৭০৬ গোল রোনালদোর। আর জাতীয় দলের গোল হিসাব করলে ৮২৪ গোলের মালিক এই পর্তুগিজ কিংবদন্তি।

২০০২-৩ মৌসুমে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে শুরু রোনালদোর পেশাদার ক্যারিয়ারে। যেখানে ৩১ ম্যাচ খেলে তিনটি লিগ গোলসহ মোট ৫ গোল করেন রোনালদো।

এরপরই তরুণ রোনালদোকে নেয় ম্যানচেস্টার ইউনাইটড। দুই দফায় রেড ডেভিলদের হয়ে ইপিএলে সিআর সেভেন করেন ১০৩ গোল। অন্যান্য প্রতিযোগিতাসহ ম্যানইউর জার্সিতে রোনালদোর গোল ১৪৫টি।

২০০৯ সালে রেকর্ড ট্রান্সফার ফিতে রিয়াল মাদ্রিদে পাড়ি দেন রোনালদো। ক্যারিয়ারের সেরাসহ লস ব্লাঙ্কোসদের জার্সিতে পার করেছন এই কিংবদন্তি। লা লিগায় করেছেন ৩১১ গোল। মাদ্রিদের হয়ে ৪৩৮ ম্যাচে মোট ৪৫০ গোল করেছেন সিআর সেভেন।

আরও পড়ুন: এক ম্যাচে রোনালদোর ১ হালি গোল

ইতালিয়ান জায়ান্ট য়্যুভেন্টাসের জার্সিতেও দারুণ সময় পার করেছেন রোনালদো। তুরিনের ক্লাবটিতে ১৩৪ ম্যাচ খেলে করেছেন ১০১ গোল। যার মধ্যে সিরি আতে করা গোল ৮১টি।

বর্তমান ক্লাব আল নাসেরের হয়ে রোনালদো ইতোমধ্যে ৪ ম্যাচে নামের পাশে যোগ করেছেন ৫ গোল। যার সবকটি লিগ ম্যাচে।

সবমিলিয়ে ৫ ক্লাবের হয়ে লিগে এখন পর্যন্ত নামের পাশে ৫০৩ গোল হলেও, চ্যাম্পিয়ন্স লিগ, কাপসহ মোট ৭০৬ গোল করেছেন রোনালদো। আর জাতীয় দলের হয়ে রেকর্ড ১১৮ গোল যোগ করলে পুরো ক্যারিয়ারে নামের পাশে ৮২৪ গোল এই পর্তুগিজ কিংবদন্তির।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply