নিকারাগুয়ায় ২২০ রাজবন্দির মুক্তি, নেয়া হলো যুক্তরাষ্ট্রে

|

ভয়েস অব আমেরিকা থেকে সংগৃহীত ছবি।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার পর ২২০ রাজবন্দিকে মুক্তি দিলো নিকারাগুয়া। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বাইডেন প্রশাসনের পাঠানো বিশেষ বিমানে তারা পৌঁছান যুক্তরাষ্ট্র। খবর ভয়েস অব আমেরিকার।

জানা গেছে, মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন দেশটির বিরোধী দলীয় শীর্ষ নেতা, ছাত্র নেতা এবং একজন মার্কিন নাগরিকও। তারা দেশটির দীর্ঘদিনের শাসক ড্যানিয়েল ওর্তেগার কঠোর সমালোচক ছিলেন। এ অভিযোগেই তাদের গ্রেফতার দেখিয়েছিলো নিকারাগুয়া সরকার।

এদিকে, রাজবন্দিদের মুক্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মার্কিন প্রশাসন।

এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, এটি নিকারাগুয়ায় মানবাধিকার প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ। এমন উদ্যোগ- দু’দেশের কূটনৈতিক সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলবে-বলেও মন্তব্য করেন তিনি।

.প্রসঙ্গত, ২০২১ সালে, নিকারাগুয়ায় ছড়িয়ে পড়ে সরকার বিরোধী আন্দোলন। সে সময়, গ্রেফতার ও ধরপাকড় এড়াতে প্রতিবেশী দেশগুলোয় আশ্রয় নেন বহু নিকারাগুয়ান।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply