কারণ ছাড়াই চড়া চালের বাজার

|

কোনো যৌক্তিক কারণ ছাড়াই বেড়েছে চালের দাম। সরু জাতের দর বেড়েছে আরও প্রায় ৫ শতাংশ। স্বস্তি নেই মোটা চালেও। ব্যবসায়ীদের অভিযোগ, আটাশ-জিরাশাইলের মতো চালও মিনিকেট নামে বিক্রি করছে অনেক ব্র্যান্ড।

আমন মৌসুম শেষে রাজধানীতে চালের সরবরাহ বাড়ার পর চালের মূল্য হ্রাস হওয়ার কথা ছিল। অথচ, গত কয়েক দিনে হুট করে কেজিতে ৩ থেকে ৪ টাকা বেড়েছে সরু চালের দর। ছেড়ে কথা বলছে না মোটা জাতও। কিন্তু যোগানের কোনো ঘাটতি নেই।

রাজধানীর কারওয়ানবাজারে এখনও মিনিকেটের আধিক্য দেখা যাচ্ছে। কিন্তু ব্র্যান্ডভেদে দামে ঢের পার্থক্য। বিক্রেতারা বলছেন, মোটা চালের প্যাকেট দিয়ে মিনিকেট নামে বিক্রি করছে অনেক কোম্পানি। এ অনিয়ম তদারকির কেউ নেই বলে অভিযোগ তাদের।

অগ্রহায়ণ শেষে পোলাও চালের দর ১০০ টাকার নিচে নামার কথা থাকলেও, আশার আলো নেই সেখানেও। ফলে পকেট কেবল খালিই হচ্ছে ক্রেতাদের।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply