জাতীয় পার্টি এমন গণতান্ত্রিক ব্যবস্থা চায় যেখানে জনগণের রায়ের প্রতিফলন ঘটবে। জাতীয় পার্টি কোনো পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচিতে বিশ্বাস করে না। এসব কথা বলেছেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে কারওয়ান বাজারে জাতীয় পার্টির এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। দল ক্ষমতায় গেলে, কেউ যেন দেশের টাকা লুট করে বাইরে পাচার করতে না পারে তা জাতীয় পার্টি নিশ্চিত করবে বলেও এ সময় জানান তিনি। এছাড়া, বড় দুটি রাজনৈতিক দল মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে কাজ করে না বলেও মন্তব্য করেন চুন্নু।
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, আমরা চাই না রাজনৈতিক হানাহানি। দুই রাজনৈতিক দলের পাল্লা দিয়ে কর্মসূচি দেয়া, পাল্লা দিয়ে মারামারি করুক, এটা আমরা চাই না। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়ে নির্বাচিতরা সরকার গঠন করবে- এমন একটি পরিবেশের প্রত্যাশায় আছে জাতীয় পার্টির নেতাকর্মীরা।
আরও পড়ুন: দেশবাসীকে ‘শান্তি সমাবেশ’এ যোগদানে আওয়ামী লীগের আহ্বান
/এম ই
Leave a reply