ঋণ পেতে আইএমএফের শর্তে রাজি পাকিস্তান

|

১১০ কোটি ডলার ঋণ পেতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের শর্ত মেনে নিয়েছে পাকিস্তান। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দেশটির অর্থমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেছেন। দেশকে অর্থনৈতিক ভরাডুবি থেকে রক্ষায় এ জরুরি পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদ। খবর আল জাজিরার।

মূলত, ঋণের শর্তাবলি নিয়ে আইএমএফ কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছিল পাকিস্তানের। দশ দিন ধরে পাকিস্তান সরকার এ আলোচনা চালিয়ে গেছে। এরপরই এসব শর্ত মেনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

পাকিস্তানের সাথে ২০১৯ সালে আইএমফের হওয়া সাড়ে ছয়শ’ কোটি ডলার ঋণ চুক্তির আওতায় ইসলামাবাদকে এই অর্থ দেবে আন্তর্জাতিক এ সংস্থাটি। অর্থনৈতিকভাবে বিপর্যস্ত পাকিস্তানে বিদেশি মুদ্রার রিজার্ভ কমে নেমেছে ৩১০ কোটি ডলারে। যা দিয়ে তিন সপ্তাহের আমদানি ব্যয়ও মেটানো যাবে না। বিশ্লেষকেরা বলছেন, আইএমএফের অর্থ পেতে দেরি হলে, দেশটির ঋণ খেলাপি হওয়ার আশঙ্কা বাড়বে। সেই ঝুঁকি মাথায় নিয়েই ঋণের শর্ত মেনে নিয়েছে পাক সরকার।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply