রমজানে ব্যবসায়ীদের সংযত হওয়ার আহ্বান এফবিসিসিআই সভাপতির

|

রমজানে ব্যবসায়ীদের সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন।

রোববার (১২ ফেব্রুয়ারি) এফবিসিসিআই আয়োজিত নিত্যপণ্যের মূল্য ও মজুদ পরিস্থিতি পর্যালোচনায় তিনি এই আহ্বান জানান। তাতে বড় বড় কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত থাকলেও কোনো মালিক উপস্থিত ছিলেন না। এ নিয়ে হতাশা প্রকাশ করেন এফবিসিসিআই সভাপতি। জসিম উদ্দিন বলেন, ভারত থেকে চিনি আমদানি করতে কর কাঠামো সংস্কার প্রয়োজন। পণ্য বিক্রির রশিদ সংরক্ষণেরও আহ্বান জানান তিনি।

এ সভায় উঠে আসে, রোজার সময় পণ্যের কোনো সংকট হবে না। তবে দাম বাড়ার দায় নিচ্ছে না কোনোপক্ষই। তেল, চিনিসহ ভোগ্যপণ্যের বাজারে অস্থিরতার জন্য খুচরা দোকানদার, পাইকার ও উৎপাদক কোম্পানির প্রতিনিধিরা একে অপরকে দুষছেন।

ব্যবসায়ী নেতারা এলসি জটিলতা নিরসনের দাবি জানিয়ে বলেন, ঋণপত্র খোলার বিড়ম্বনায় ছোট ব্যবসায়ীরা আমদানি করতে পারছেন না।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply