বিচার বিভাগের সংস্কারের প্রতিবাদে ইসরায়েলের রাস্তায় লাখো মানুষ

|

ইসরায়েলের ৬২ শতাংশ মানুষ চান না বিচার বিভাগের সংস্কার। শনিবার (১১ ফেব্রুয়ারি) ষষ্ঠ সপ্তাহের মতো লাখ-লাখ মানুষ নামেন প্রতিবাদে। খবর রয়টার্সের।

বিক্ষোভকারীদের অভিযোগ, নেতানিয়াহুর কট্টর ডানপন্থি সরকার গণতন্ত্র চায় না। তারা দেশটি স্বৈরশাসনের আওতায় নিতে চাইছে, ওঠে এমন অভিযোগও। নভেম্বরের নির্বাচনী ফল বাতিলের দাবিও তোলেন। মসনদে বসার পরই বিচার বিভাগের ক্ষমতা কমানোর প্রস্তাব দেয় নতুন ডানপন্থি সরকার।

এরফলে নিয়োগ, মামলা খারিজ এবং আইন পাসের ক্ষেত্রে কমবে সুপ্রিম কোর্টের এখতিয়ার। বাড়বে পার্লামেন্টের হস্তক্ষেপ।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply