‘অর্থনৈতিক অঞ্চলগুলোতে অবকাঠামো সুবিধা নিশ্চিত না হওয়ায় অনেকে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন না’

|

দেশের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলগুলোতে এখনও অবকাঠামো সুবিধা পুরোপুরি নিশ্চিত না হওয়ায় বিনিয়োগে আগ্রহী হচ্ছেন না অনেক উদ্যোক্তা।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ আলী খোকন। বলেন, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়বে টেক্সটাইল খাতে।

বিটিএমএ এর নেতারা বলেন, গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা না হলে এ খাতে নতুন বিনিয়োগে আসবে না। এ খাতে নতুন করে এক লাখ কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে রফতানি ক্ষতিগ্রস্থ হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ১৫ ফেব্রুয়ারি থেকে ঢাকায় চার দিনের ১৭তম ঢাকা আন্তর্জাতিক গার্মেন্টস অ্যান্ড মেশিনারি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply