কুমিল্লা, সিরাজগঞ্জ ও রাজবাড়ীতে ‘বন্দুকযুদ্ধে’ ৪ জন নিহত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর দাবি, নিহতদের তিনজন ডাকাত, অন্যজন চরমপন্থী দলের সদস্য। শুক্রবার ভোরে ঘটনাগুলো ঘটে।
র্যাব জানায়, সিরাজগঞ্জের উল্লাপাড়ার পাইকপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতির খবরে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় ডাকাতরা। পাল্টা জবাব দেয় র্যাবও। এসময় গোলাগুলিতে হযরত আলী নামে একজন নিহত হয়। হযরত আলীর বিরুদ্ধে ডাকাতিসহ ১২টি মামলা রয়েছে। এঘটনায় আহত হন দুই র্যাব সদস্য।
এদিকে, রাজবাড়ীর পাংশায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সেকেন্ড ইন কমান্ড লালন হালদার নিহত হয়েছে। লালনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।
Leave a reply