স্পেনে ৬ অভিবাসনপ্রার্থীর মৃত্যু, জীবিত উদ্ধার আরও ২৩

|

স্পেনের ক্যানারি আইল্যান্ডের কাছে মৃত্যু হলো ৬ অভিবাসনপ্রার্থীর। রোববার (১২ ফেব্রুয়ারি) আরও ২৩ জনকে জীবিত উদ্ধার করে রেডক্রস। খবর স্পেন নিউজের।

এ নিয়ে রেডক্রসের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, স্প্যানিশ উপকূলের কাছেই ঝুঁকিপূর্ণ অবস্থায় একটি নৌকাকে শনাক্ত করা হয়। আরোহীদের উদ্ধারে দুটি হেলিকপ্টার এবং দুটি জাহাজ যোগ দেয় অভিযানে। জীবিতদের মধ্যে রয়েছেন পাঁচ নারী ও চার শিশু। তাদের লস ক্রিস্টিয়ানো পোর্টে রাখা হয়েছে। তবে টানা ৯ দিন সমুদ্রে ভাসার কারণে তাদের শারীরিক অবস্থা বেশ দুর্বল।

একইদিন, ভিন্ন অভিযানে গ্র্যান ক্যানেরিয়ার কাছে উদ্ধার করা হয় কমপক্ষে ১০০ অভিবাসনপ্রার্থীকে। তাদের সবাই আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে ইউরোপের উদ্দেশে যাচ্ছিলেন। আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম’র তথ্য অনুসারে, চলতি বছরই স্পেনের উপকূলে পৌঁছেছেন ৫৬৬ অভিবাসনপ্রার্থী।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply