তুরস্কে ভবন নীতিমালা লঙ্ঘনের অভিযোগে ১৩১ জনের বিরুদ্ধে মামলা

|

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে সপ্তম দিনের মতো চলছে উদ্ধার অভিযান। পাশাপাশি ভবন নির্মাণ নীতিমালা ভঙ্গের ঘটনায় তদন্তও চলছে দেশটিতে। এ পর্যন্ত ১৩১ জন ঠিকাদারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার হয়েছেন ১৪ জন। খবর ওয়াশিংটন পোস্টের।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দেশটির ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতে এ তথ্য জানান। তিনি বলেন, দায়িত্বে অবহেলা, দুর্নীতি ও বিধি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত সবাইকে তদন্তের আওতায় আনা হবে। ভবন নির্মাণ নীতিমালা ভঙ্গের দায়ে আরও দু’জনকে আটক করা হয় সোমবার। তারা দেশ ছেড়ে জর্জিয়ায় পালানোর চেষ্টা করলে বিমানবন্দরে ধরা পড়েন।

তুরস্কে নির্মাণ খাতের আইন অনুযায়ী ভূমিকম্প প্রতিরোধী ভবন তৈরির বিধি থাকলেও তা কেবল কাগজে কলমেই দেখা যায়। বাস্তবে প্রয়োগ হয় খুব কম। ভূমিকম্পের পর থেকেই তীব্র সমালোচনার মুখে এরদোগান সরকার। বিপুল প্রাণহানি আর ক্ষয়ক্ষতির জন্য নির্মাণ ত্রুটিকেই দায়ী করছেন ক্ষতিগ্রস্তরা। বিশেষজ্ঞরাও বলছেন, ভবন নির্মানে নীতিমালাগুলো মানা হলে আজ হয়তো এ বিপর্যয় দেখতে হতো না তুর্কি নাগরিকদের।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply