দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এশিয়ার দেশ লাওসে বাঁধ ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। দেশটির প্রশাসন বলছে, এখনও নিখোঁজ রয়েছেন আরও ১৩১ স্থানীয় অধিবাসী।
অবশ্য স্থানীয়দের অভিযোগ, নিহতদের সংখ্যা নিয়ে লুকোচুরি করছে সরকার। হঠাৎ করে বাঁধ ভাঙার কারণেই প্রাণ হারিয়েছেন অন্তত ৩শ’ জন। এখনও দুর্যোগপূর্ণ এলাকায় আটকা পড়ে আছেন ৩ হাজারের বেশি মানুষ। তাদের সেনা হেলিকপ্টারের মাধ্যমে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হচ্ছে।
সোমবার দুই কোরীয় প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে নির্মাণাধীন বাধটি ভেঙে পড়লে; প্লাবিত হয় অন্তত ৭টি গ্রাম। দুটি গ্রামে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে দুই শতাধিক ঘরবাড়ি। বন্যার পানির তোড়ে উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি-গাছ। যদিও, প্রশাসনের দাবি, দুর্ঘটনার ৩-৪ ঘণ্টা গ্রামবাসীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার সর্তকতা জারি করা হয়েছিল।
Leave a reply