আদালতে ফেরা নিয়ে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত নেয়নি ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা। কবে নাগাদ তারা আদালতে ফিরবেন, এ সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছেন তারা। সোমবার (১৩ ফেব্রুয়ারি) পৌনে ১১টার দিকে এ বৈঠক শুরু হয়।
এর আগে, গতকাল (১২ ফেব্রুয়ারি) আইনমন্ত্রী আনিসুল হকের সাথে জেলা সার্কিট হাউজে আইনজীবী সমিতি ও জেলা জজসহ বিচারকদের সাথে সভা অনুষ্ঠিত হয়। সেখানে আইনমন্ত্রীর মধ্যস্থতায় সোমবার থেকে আদালতে ফেরার বিষয়ে একমত হন আইনজীবীরা। তবে আজ তারা শর্ত ও অন্যন্য বিষয় বিবেচনায় নিয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে।
/এমএন
Leave a reply