স্বাস্থ্যখাতে উন্নয়নের দাবিতে বিক্ষোভে উত্তাল স্পেন

|

স্বাস্থ্যখাতে উন্নয়নের দাবিতে আবারও বিক্ষোভে উত্তাল স্পেন। রোববার (১২ ফেব্রুয়ারি) রাজধানী মাদ্রিদসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় আন্দোলনে অংশ নেন ৩০ হাজার স্বাস্থ্য ও সেবাকর্মী। খবর রয়টার্সের।

এ দিন শহরের কেন্দ্রস্থল গুলোতে জড়ো হয়ে স্লোগান দেয় বিক্ষোভকারীরা। মাদ্রিদ সরকারের স্বাস্থ্যখাতে দুর্নীতি, মজুরি বৃদ্ধি, চিকিৎসা সরঞ্জামের অভাব ইস্যুতে প্রতিবাদ তোলে তারা।

এছাড়াও মহামারির পর থেকেই সেবা কেন্দ্রগুলোতে দেয়া হচ্ছে না নতুন কর্মী নিয়োগ। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। গেলো নভেম্বর থেকেই এ অভিযোগ করে আসছে তারা। কিন্তু এ ব্যপারে এখনও কোন পদক্ষেপ নেয়নি পৌর মেয়র ইসাবেল আয়ুসো।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply