আবুধাবি বিমানবন্দরে হুতি বিদ্রোহিদের ড্রোন হামলা

|

আবুধাবি বিমানবন্দরে ড্রোন হামলা চালানোর দাবি জানিয়েছে ইয়েমেনের বিদ্রোহীরা। অবশ্য ঘটনাটি অস্বীকার করেছে সংযুক্ত আরব আমিরাত।

হুতি বিদ্রোহীদের পরিচালিত আল-মাসিরাহ টেলিভিশন সম্প্রচার করে, ড্রোনের মাধ্যমে তিন দফা হামলা চালানোর খবর। তাদের দাবি, এরমাধ্যমে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় হামলা চালানোর সক্ষমতা প্রমাণ করলো হুতি। লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে ড্রোনগুলো ১৫শ’ কিলোমিটার পথ পাড়ি দেয় বলেও জানায় হুতিরা। এতে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

বিমান বন্দর কর্তৃপক্ষ টুইটবার্তায় ড্রোন হামলার কথা জানালেও, বিমান চলাচলে সেসব প্রভাব ফেলেনি- এমনটা তাদের দাবি।

অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক যাত্রী ফ্লাইট বিলম্বের কথা জানান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply