হিলি কাস্টমসে ৫০ ট্রাক মেয়াদোত্তীর্ণ পণ্য পুড়িয়ে ধ্বংস

|

আমদানি নিষিদ্ধ ঔষধসহ প্রায় ৫০ ট্রাক বিভিন্ন প্রকার পণ্য ধ্বংস করা হয়।

হিলি প্রতিনিধি:

২০০৪ সাল থেকে দিনাজপুরের হিলি শুল্ক গুদামে পড়ে থাকা মেয়াদোত্তীর্ণ বিভিন্ন প্রকার সার, পাটবীজ, শিশু খাদ্যসহ বিভিন্ন খাদ্য সামগ্রী, আমদানি নিষিদ্ধ ঔষধসহ প্রায় ৫০ ট্রাক পণ্য ধ্বংস করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার জালালপুর শ্মশান ঘাটের পাশে একটি খালি জায়গায় গর্ত করে তাতে এসব পণ্য পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় দিনাজপুর পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক ছামিউল আলম, দিনাজপুর মাদকদ্রব্য অধিদফতরের উপপরিচালক শাহ নেওয়াজ, বিজিবি-২০ ব্যাটালিয়নের সহকারী পরিচালক উপেন্দ্রনাথ হালদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার বায়েজিদ হোসেন জানান, এসবের মধ্যে ৬ হাজার ৬৫৫টি মামলার আমদানি নিষিদ্ধ বিভিন্ন পণ্য রয়েছে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে নির্দেশনা মোতাবেক সকলের উপস্থিতিতে পণ্যগুলো ধ্বংস করা হয়েছে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply