‘মাঠে প্রতিদ্বন্দ্বী, মাঠের বাইরে বন্ধু’

|

পিসিবির টুইট থেকে নেয়া ছবি।

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচ শেষে দুই দলের বন্ধুত্ব দেখা গেলো ড্রেসিংরুমে। সেখানেই খোশগল্পে মেতেছিলেন বিসমাহ-হারমানরা। করেছেন জার্সি বিনিময়, তুলেছেন গ্রুপ ছবিও। সে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আইসিসি লিখেছে, মাঠে প্রতিদ্বন্দ্বী, মাঠের বাইরে বন্ধু।

ভারত ও পাকিস্তানের সম্পর্ক অনেকটাই যেনো দা-কুমড়ো। প্রতিবেশী দেশ হলেও রাজনৈতিক বৈরীতা তাদের ঠেলে রেখেছে অনেক দূরে। এর প্রভাব পড়েছে ভারত-পাকিস্তানের ক্রিকেটেও। এক দশক ধরে নেই কোনো দ্বিপাক্ষিক সিরিজ। দেখাটা কেবল আইসিসির ইভেন্টেই। ব্যতিক্রম নয় দুই দেশের নারী ক্রিকেটেও।

তবে, এসবেরর অনেকটাই বিপরীতে ভারত-পাকিস্তানের খেলোয়াড়রা। মাঠের লড়াইয়ে যতোটা শক্ত, ঠিক তার উল্টো চিত্র মাঠের বাইরে। সম্প্রতি ভাইরাল হওয়া তাদের এক ছবি সে কথাই বলছে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে ৭ উইকেটে হেরেছে পাকিস্তান। হার নিয়ে মন খারাপের প্রহর পার করছিলো বিসমাহ মারুফরা। এ সময়ই ভারতীয় নারী ক্রিকেটাররা এগিয়ে আসেন, মিলেমিশে একাকার হয়ে যান পাকিস্তান দলের সাথে। এ সময়, দুই দলের মধ্যেই হয়েছে শুভেচ্ছা বিনিময়, হয়েছে জার্সি বিনিময়। শেষে দলবদ্ধ হয়ে ছবিও তুলেছেন তারা।

ভারত ও পাকিস্তানের নারীদের গ্রুপ ছবিটি শেয়ার করেছে আইসিসি। ক্যাপশনে লেখা ‘মাঠে প্রতিদ্বন্দ্বী, মাঠের বাইরে বন্ধু’। এটিই আসলে ক্রিকেটের সৌন্দর্য। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তুমুল লড়াই করা দু’টি দল হার জিত ভুলে মেতে ওঠে আনন্দ উল্লাসে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply