বগুড়া ব্যুরো:
বগুড়ার শেরপুরে বাবা-মা ও শ্বশুরকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে যুক্ত হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সমীর সাহা পাপ্পা (৩০) নামের এক যুবক।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাপ্পার শোবার ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে নিজের ফেসবুক টাইমলাইনে ‘আমার মৃত্যুর জন্য আমার বাবা-মা ও শ্বশুর দায়ী’ লিখে একটি পোস্ট দেন পাপ্পা। পোস্ট দেয়ার দেড় ঘন্টা পর সন্ধ্যায় লাইভে এসে ঘরের দরজা-জানালা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন পাপ্পা।
পাপ্পার স্বজনরা জানিয়েছেন, বছর দুয়েক আগে অনুষ্ঠিত শেরপুর পৌরসভার নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হন সমীর সাহা পাপ্পা। ওই নির্বাচনে হেরে যাওয়ার পর থেকেই মানসিক ভারসাম্য হারান তিনি। পাশাপাশি বিভিন্ন জটিল রোগেও ভুগছিলেন পাপ্পা। এছাড়া সাম্প্রতিক সময়ে রোজগার না থাকায় পারিবারিক কলহও লেগে থাকতো। এমন পরিস্থিতিতে হতাশা থেকে পাপ্পা আত্মহত্যার পথ বেছে নিতে পারে বলে স্বজনদের ধারণা।
শেরপুর থানার ওসি আতাউর রহমান খোন্দকার জানান, পারিবারিক কলহের কারণে সমীর সাহা পাপ্পা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।
/এসএইচ
Leave a reply