তীব্র শক্তিমত্তা নিয়ে নিউজিল্যান্ডের উত্তর ও মধ্যাঞ্চলের দিকে ধেয়ে যাচ্ছে সাইক্লোন গ্যাব্রিয়েল। অঞ্চলটিতে জরুরি অবস্থা জারি করেছে কিউই প্রশাসন। খবর রয়টার্সের।
দেশটির ইতিহাসে তৃতীয়বারের মতো জারি হলো এমন সতর্কতা। সোমবার (১৩ ফেব্রুয়ারি) দেয়া ঘোষণায় জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানায়, জরুরি অবস্থার আওতায় থাকবে নর্থল্যান্ড, অকল্যান্ড, ওয়াইকাতোসহ বেশ কয়েকটি অঞ্চল। এর ফলে ভ্রমণ নিয়ন্ত্রণসহ যেকোনো জরুরি সিদ্ধান্ত নিতে পারবে সরকার। প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেয়ার ক্ষমতা পাবে জরুরি বিভাগ। সাইক্লোনের প্রভাবে এরই মধ্যে বিরুপ আবহাওয়া দেখছে অঞ্চলটি।
গেল ২৪ ঘণ্টায় ২৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সেখানে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে অন্তত ৩৮ হাজার বাড়িঘর। রেড অ্যালার্ট জারি থাকায় বাতিল হয়েছে ৫ শতাধিক ফ্লাইট। নিরাপদে সরিয়ে নেয়া হচ্ছে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের।
এটিএম/
Leave a reply