ইউরোপে জায়ান্টদের লড়াইয়ের রাত, বায়ার্নের মুখোমুখি মেসি-এমবাপ্পের পিএসজি

|

ছবি: সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ভিন্ন ম্যাচে শেষ ষোলোর লড়াইয়ের প্রথম লেগে রাতে মাঠে নামবে ইউরোপের জায়ান্টরা। প্যারিস সেন্ট জার্মেই মুখোমুখি হবে জার্মান হেভিওয়েট বায়ার্ন মিউনিখের। অন্যদিকে, এসি মিলানের প্রতিপক্ষ টটেনহ্যাম।

পিএসজির ঘরের মাঠ পার্ক দ্য প্রাসে রাত দুইটায় শুরু হবে প্রথম লেগের খেলা। হাইভোল্টেজ ম্যাচটিতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পেদের পিএসজি জার্মান চ্যাম্পিয়নদের থেকে বেশ পিছিয়ে। টুর্নামেন্টটিতে শিরোপা সাফল্যের বিবেচনায় বায়ার্ন মিউনিখের ধারেকাছে নেই পিএসজি। বড় বাজেটের দল গড়লেও এ পর্যন্ত চ্যাম্পিয়নস লিগের শিরোপার স্বাদ পায়নি পায়নি তারা।

ছবি: সংগৃহীত

তবে মুখোমুখি লড়াইয়ের হিসেবে এগিয়ে আছে ফরাসি চ্যাম্পিয়নরা। এখন পর্যন্ত বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১১ বার খেলেছে পিএসজি। যার সবগুলোই চ্যাম্পিয়নস লিগে। প্যারিসের ক্লাবটি জিতেছে ছয়টি ম্যাচ, বায়ার্নের জয় পাঁচটি। চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের বিপক্ষে ১০টির বেশি ম্যাচ খেলা দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি শতাংশ জয়ের রেকর্ড পিএসজির।

সেই আত্মবিশ্বাসে আরও একবার ছয়বারের ইউরোপ চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে কখনোই এই প্রতিযোগিতার শিরোপা জিততে না পারা পিএসজি। এছাড়াও পিএসজি শিবিরে স্বস্তির খবর হচ্ছে, চোট কাটিয়ে দলে ফিরেছে দলটির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ও আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি।

ছবি: সংগৃহীত

একই সময়ে রাতের আরেক ম্যাচে মাঠে নামবে এসি মিলান ও টটেনহ্যাম। এসি মিলানের ঘরের মাঠ সান সিরোতে ইংলিশ প্রতিনিধি টটেনহ্যামকে আতিথ্য দেবে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। যদিও পরিসংখ্যানের দিকে তাকালে শেষ ৪ ম্যাচে একটিতেও জিততে পারেনি এসি মিলান। ৩টি জয় ও ১টি ম্যাচ ড্র করেছে টটেনহ্যাম। তবে, এসি মিলানের সাম্প্রতিক ফর্ম লড়াইয়ের পারদ আরও ঊর্ধ্বমুখী করবে বলেই ধারণা করা হচ্ছে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply