নাটোরে স্কুল শিক্ষার্থীকে ফুল দিতে গিয়ে গণপিটুনির শিকার যুবক

|

প্রতীকী ছবি

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

বিশ্ব ভালোবাসা দিবসে নাটোরের নওপাড়ায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ফুল দিতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন হাসান (২২) নামের এক যুবক। আটকের পর ওই স্কুল ছাত্রীকে লেখা একটি চিঠিও তার কাছ থেকে উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকেই নওপাড়া ওসমান গনি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্তক্ত করতো ওই যুবক। মঙ্গলবার সকাল ১১টার দিকে ওই শিক্ষার্থী স্কুলে ঢোকার সময় স্কুল গেটের বাইরে তাকে ফুল দিতে যায় ওই যুবক। এ সময় ওই ছাত্রী ফুল নিতে না চাইলেও তা নিতে পীড়াপীড়ি করতে থাকে সে। এরই এক পর্যায়ে ওই কিশোরী স্কুলে গিয়ে তার শিক্ষকদের বিষয়টি জানায়। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের সহযোগিতায় ওই যুবককে আটক করা হয়। এ সময় সেখানে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও ঘটনাস্থলে জড়ো হন। এক পর্যায় ওই যুবককে গণপিটুণই দিয়ে তার অভিভাবকদের ডেকে তাদের হাতে ওই যুবককে সোপর্দ করা হয়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply