যশোরে ৯ কেজি স্বর্ণের বারসহ প্রাইভেটকার আটক

|

উদ্ধারকৃত স্বর্ণের বার।

স্টাফ করেসপনডেন্ট, যশোর:

যশোরে অভিযান চালিয়ে প্রায় ৯ কেজি ওজনের ৬০টি স্বর্ণের বারসহ একটি প্রাইভেটকার আটক করেছে বিজিবি। উদ্ধারকৃত স্বর্ণের দাম প্রায় ৯ কোটি টাকা।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে বিজিবির খুলনা সেক্টরের অধীনস্থ যশোর ব্যাটালিয়ন-৪৯ এবং খুলনা ব্যাটালিয়ন-২১ এর যৌথ অভিযানে জেলার রাজারহাট এলাকা থেকে বারগুলো উদ্ধার করা হয়।

যশোর ব্যাটালিয়ন-৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় ঢাকা থেকে সাদা রংয়ের একটি প্রাইভেটকার স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের উদ্দেশ্যে যশোরের অভিমুখে আসছে। পরে যশোর ও খুলনা ব্যাটালিয়নের দুটি টহল দল অবস্থান নিয়ে প্রাইভেটকারটিকে আটকের চেষ্টা করে। এসময় কারের চালক বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বিজিবি ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই চালক পালিয়ে যায়। পরে প্রাইভেটকারটি তল্লাশি করে স্বর্ণের বারগুলো জব্দ করে।

আটককৃত স্বর্ণ যশোর সদর থানার মাধ্যমে ট্রেজারিতে জমা এবং প্রাইভেটকার থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply