তিস্তাসহ সকল আন্তঃনদীর চুক্তি বাস্তবায়নে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ

|

তিস্তাসহ সকল আন্তঃনদীর চুক্তি বাস্তবায়নে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এছাড়া সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নিয়ে আসতে চায় বাংলাদেশ।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন বিনয় মোহন কোয়াত্রা। আলোচনায় উঠে আসে আঞ্চলিক শান্তি উন্নয়ন ও রোহিঙ্গা সংকট সমাধানে ভারতের সহোযোগিতার বিষয়টি। যেখানে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সহায়তা চেয়েছে আবারও।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত জি-টোয়েন্টি সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ জানান তিনি।

এদিকে ভারত থেকে জ্বালানী সরবরাহ নিয়েও আলোচনা হয় ভারতের পররাষ্ট্র সচিবের সাথে। এ সময় বিনয় মোহন জানান, নেপাল ও ভূটান থেকে বিদ্যুৎ আনতে সহযোগিতা করবে ভারত।

দুই দিনের সফরে বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। এ সময় প্রধানমন্ত্রীকে ভারতের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রদান করেন তিনি।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply