শান্তর দারুণ শুরুর পর তৌহিদ-মাশরাফীর বিদায়

|

ছবি: সংগৃহীত

ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে সিলেট স্ট্রাইকার্স। প্রথম ওভারে ১৭ রান তুলে দারুণ শুরু করা সিলেট প্রথম উইকেট হারিয়েছে দ্বিতীয় ওভারের প্রথম বলেই। তানভীর ইসলামের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে বোল্ড হয়ে গেছেন টুর্নামেন্টে দারুণ খেলা তৌহিদ হৃদয়। এদিন দুই বল মোকাবেলা করে রানের খাতাই খুলতে পারেননি তিনি।

ওয়ান ডাউনে নেমে আগের ম্যাচে চমক দেখানো মাশরাফী ব্যর্থ হয়েছেন আজ। ৪ বল খেলে মাত্র ১ রান করে আউট হয়ে গেছেন সিলেট অধিনায়ক। রাসেলের বলে ইমরুল কায়েসের হাতে ধরা পড়েন তিনি।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একাদশ:
লিটন দাস, সুনিল নারিন, জনসন চার্লস, ইমরুল কায়েস (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মঈন আলি, জাকের আলি, আন্দ্রে রাসেল, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম মুগ্ধ।

সিলেট স্ট্রাইকার্সের একাদশ:
তৌহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), জাকির হাসান, রায়ান বার্ল, মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, জর্জ লিন্ডে, তানজিম হাসান সাকিব, লুক উড, রুবেল হোসেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply