বিপিএল: টুর্নামেন্ট সেরা নাজমুল শান্ত কত টাকা পেলেন?

|

টুর্নামেন্ট সেরার সাথে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে ১৫ লাখ টাকা পুরস্কার পেয়েছেন নাজমুল শান্ত। ছবি : সংগৃহীত

বিপিএলের এবারের আসরে নিজেকে আরও একবার প্রমাণ করেছেন নাজমুল শান্ত। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের সাথে সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। এতে ১৫ লাখ টাকা আর্থিক পুরস্কার পেয়েছেন এ ব্যাটার। এবারের আসরে প্লেয়ার অফ দ্য ফাইনাল হয়েছেন জনসন চার্লস। এছাড়া যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন হাসান মাহমুদ ও তানভীর ইসলাম।

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পর্দা নেমেছে বিপিএলের ৯ম আসরের। ফাইনালে মাশরাফীর সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে চতুর্থবারের মত নিজেদের ঘরে শিরোপা তুললো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চ্যাম্পিয়ন হয়ে ২ কোটি টাকা প্রাইজমানি পেয়েছে ইমরুল কায়েসের দল আর রানার্সআপ সিলেটের ঝুলিতে ১ কোটি টাকা।

বেশ কিছু দিন ধরেই ফর্মহীনতায় ভুগছিলেন নাজমুল হাসান শান্ত। তবে নিজেকে প্রমাণের মঞ্চ হিসেবে বিপিএলকে বেছে নিয়েছিলেন এ ব্যাটার। হয়েছেও তাই। টুর্নামেন্টে ৫১৬ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক শান্ত। কুমিল্লা জিতলেও আসরে সেরার পুরস্কার উঠেছে সিলেটের শান্তর হাতেই। আর তাতেই ১৫ লাখ টাকা আর্থিক পুরস্কার জেতেন তিনি।

এবারের আসরে সর্বোচ্চ ১৭ উইকেট নিয়েছেন কুমিল্লার তানভীর ইসলাম ও হাসান মাহমুদ। ফলে সর্বোচ্চ উইকেট শিকারির তকমা যৌথভাবেই পেয়েছেন এ দুই বোলার।

ফাইনালে কুমিল্লাকে জেতাতে অনবদ্য এক ইনিংস খেলেন জনসন চার্লস। মূলত জয়ের নায়ক হয়েই ম্যাচ সেরা হয়েছেন এ ব্যাটার। ৫২ বলে ৭৯ রানের ইনিংস খেলে পেয়েছেন ৫ লাখ টাকা।

এছাড়া পুরো টুর্নামেন্টে সেরা ফিল্ডিং করে ৩ লাখ টাকা আর্থিক পুরস্কার পেয়েছেন সিলেটের মুশফিকুর রহিম।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply