নিউজিল্যান্ডে সাইক্লোন গ্যাব্রিয়েলের তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়ে ৭

|

সাইক্লোন গ্যাব্রিয়েলের তাণ্ডবে নিউজিল্যান্ডে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৭ জনে। এ সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ভয়াবহ এ দুর্যোগে গৃহহীন হয়েছেন অন্তত ১০ হাজার মানুষ। খবর ভয়েজ অব আমেরিকার।

এর আগে, গত ১২ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উপকূলে আঘাত হানে এই সাইক্লোন। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হাওয়াকে বে, কোরোমান্ডেল এবং নর্থল্যান্ড এলাকা। এখনও বিদ্যুতহীন অবস্থায় আছে প্রায় ২ লাখ ঘরবাড়ি। দ্রুত সেগুলোতে বিদ্যুৎ সরবরাহের কাজ চলছে বলে জানানো হয়েছে। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারেও কাজ চলছে। তবে তাতে সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে, সাইক্লোনের পর টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে বেশ কিছু ভবন। সেখানে আটকে পড়াদের উদ্ধারে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত ৩ হাজারের বেশি মানুষকে নেয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply