বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় ঢাকা

|

ভয়াবহ বায়ুদূষণের কবলে রাজধানীর ঢাকা। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশের রাজধানী।

সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ১৯৪। ১৮২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে চিলির সান্টিয়াগো আর ১৭৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে ইন্ডিয়ার মুম্বাই। দিল্লির স্কোর ১৭৪ এবং পাকিস্তানের লাহরের স্কোর ১৬৮।

আদালতের নির্দেশনা থাকলেও দূষণ কমাতে কোনো তৎপরতা চোখে পড়েনি। এমন ভয়াবহ দূষণের কবলে পড়ে হাঁসফাঁস অবস্থা নগরবাসীর। সবচেয়ে ক্ষতি আর কষ্ট সইতে হচ্ছে শিশুদের। সার্বিকভাবে ঢাকার বাতাসে দূষণ সহনীয় মাত্রার চেয়েও পাঁচগুণ বেশি।

উল্লেখ্য, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআইকে ‘ঝুঁকিপূর্ণ’ বিবেচনা করা হয়। ১০১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ মনে করা হয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply