জলসীমা লঙ্ঘন করে হামলা, চীনের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ ফিলিপাইনের

|

বেইজিংয়ের বিরুদ্ধে দক্ষিণ চীন সাগরে জলসীমা লঙ্ঘন এবং আগ্রাসনের অভিযোগ এনেছে ফিলিপাইন। দেশটির কোস্টগার্ডের ওপর উচ্চক্ষমতা সম্পন্ন লেজার রশ্মি নিক্ষেপের অভিযোগও করা হয়েছে। এই ধরনের কার্যক্রম দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে আখ্যা দিচ্ছে ফিলিপাইন। খবর ইউরো নিউজের।

ফিলিপাইনের কোস্টগার্ড জানায়, গত ৬ ফেব্রুয়ারি প্রবাল দ্বীপ থমাস শাওলকে কেন্দ্র করে টহল দিচ্ছিল ফিলিপাইনের একটি সামরিক জাহাজ। এসময় সমুদ্রসীমা লঙ্ঘন করে ফিলিপাইন অংশে অনুপ্রবেশ করে চীনের একটি যুদ্ধজাহাজ। টহলে বাধা দেয় তারা। এসময় ফিলিপাইনের জাহাজ লক্ষ্য করে লেজার রশ্মি ছোঁড়া হয়। উচ্চক্ষমতা সম্পন্ন লেজার রশ্মির প্রভাবে সাময়িক অন্ধ হয়ে যান ফিলিপাইন কোস্ট গার্ডের কয়েকজন নাবিক। এ ঘটনাকে আগ্রাসন এবং সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে ফিলিপাইন।

দীর্ঘদিন ধরেই দক্ষিণ চীন সাগর নিয়ে বেইজিংয়ের সাথে বিরোধ চলছে জাপান-ফিলিপাইন-দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের। সামুদ্রিক অঞ্চলটিকে নিজেদের একক মালিকানা বলে দাবি করে আসছে চীন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply