ভারতীয় দলের প্রধান নির্বাচক পদ থেকে সরে দাঁড়ালেন চেতন শর্মা

|

ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার চেতন শর্মা। ইতোমধ্যে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ’র কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। জি নিউজের খবর।

চেতনের এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বিসিসিআই। জানা গেছে, স্টিং অপারেশনের পর সাবেক এই ক্রিকেটারের অবস্থান ছিল নড়বড়ে। সে কারণে, নিজে থেকেই পদত্যাগের সিদ্ধান্ত নেন চেতন। এই নিয়ে দ্বিতীয়বারের মতো প্রধান নির্বাচকের দায়িত্ব গেল তার।

এর আগে, ভারতীয় টিভি চ্যানেলের স্টিং অপারেশনে জড়িয়েছিলেন চেতন। সেখানে প্রকাশ করেন সৌরভ গাঙ্গুলি ও ভিরাট কোহলির মধ্যকার ইগোর লড়াই, জাসপ্রীত বুমরাহ’র বিপক্ষে ব্যথা নিধনের ইনজেকশন নিয়ে জোর করে খেলাসহ বিভিন্ন ধরনের স্পর্শকাতর ইস্যু।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply