বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে ১২ দলীয় জোটের পদযাত্রা

|

ছবি: সংগৃহীত

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষে রাজধানীতে পদযাত্রা করেছে ১২ দলীয় জোট।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বিজয়নগর পানির ট্যাংকি মোড়ে জড়ো হয় নেতাকর্মীরা। পদযাত্রা পূর্ব সমাবেশে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার বলেন, বর্তমান অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য সারাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে। তেল, গ্যাস-বিদ্যুৎসহ বিভিন্ন দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধি করে জনগণকে হয়রানি করছে। সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি।

সমাবেশে বক্তারা বলেন, অগণতান্ত্রিক সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না তারা । পদযাত্রাটি পানির ট্যাংকির মোড় থেকে পল্টন মোড় হয়ে বায়তুল মোকাররমের সামনে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন: মালয়েশিয়া ফেরত ১৯ বাংলাদেশিকে নিয়ে চলছে লুকোচুরি (ভিডিও)

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply