ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচ হলেন র‍্যামন মেনেজেস

|

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে ব্যর্থতার জের ধরে পদত্যাগ করেছিলেন তিতে। তার সরে দাঁড়ানোর পর ব্রাজিলীয় ফুটবল কনফেডারেশন (সিবিএফ) নতুন কোচ নিয়োগের জন্য অনেক চেষ্টা করে। কিন্তু চলতি মৌসুমে ক্লাব ফুটবলের হাই প্রোফাইল কোনো কোচকে পাচ্ছে না ব্রাজিল। তাই এখনই স্থায়ী কোচ নিয়োগের পথে হাঁটতে চাইছে না। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে র‍্যামন মেনেজেসকে বেছে নিয়েছে সিবিএফ। খবর ওয়াশিংটন নিউজের।

চলতি বছরের জুনে জাতীয় দলের স্থায়ী কোচের নাম ঘোষণা করবে সিবিএফ। ব্রাজিলের অনুর্ধ্ব-২০ দলের দায়িত্ব পালন করা মেনেজেস সম্প্রতি কলম্বিয়ার মাটিতে অনুষ্ঠিত যুব কোপা আমেরিকায় ব্রাজিলকে ট্রফি জেতাতে বড় ভূমিকা রাখেন। এবার মূল দলের জন্য তাকেই অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে বেছে নেয়া হয়েছে।

সিবিএফ সভাপতি এডনালদো রদ্রিগেজ বলেন, র‍্যামন মেনেজেসের বিশেষ স্বীকৃতি প্রাপ্য। ওর বড় দলের দায়িত্ব পালন করার সবরকম সম্ভাবনা আছে। আমরা জাতীয় দলে নতুন ও সাহসী লোক চাই। সেজন্যই র‍্যামন মেনেজেসকে দায়িত্ব দেয়া হল।

/আরআইএম/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply