দুই গোলের লিড নিয়েও লিগে নবাগত ফর্টিস এফসি’র কাছে ৪-৩ গোলে হারের লজ্জা পেলো ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। অঘটনের শিকার হয়েছে শেখ রাসেল কেসিও। তাদেরকে ১-১ গোলে রুখে দিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। দিনের আরেক খেলায় জয় পেয়েছে চট্টগ্রাম আবাহনী। তারা ২-০ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রকে।
কুমিল্লায় নিজেদের মাঠে ফর্টিসের বিপক্ষে প্রথমার্ধটা এগিয়ে থেকে পার করে মোহামেডান। ম্যাচের ২১ মিনিটে সাদাকালোদের জার্সি গায়ে স্কোরশিটে নাম তোলেন মিনহাজুল আবেদীন। দ্বিতীয়ার্ধের শুরুতে সোলেমান দিয়াবাতের গোলে মোহামেডান ২-০ গোলের লিড নিলে জয় অনেকটাই নিশ্চিত মনে হচ্ছিল। কিন্তু পরের অর্ধের ১০ মিনিট শেষ হতেই পাল্টে যেতে থাকে ম্যাচের পরিস্থিতি।
৫৬ মিনিটে বদলি খেলোয়াড় বোরহান উদ্দিনের কল্যাণে প্রথম গোলের দেখা পায় ফর্টিস। এরপর ৬৪ মিনিটে মজিবর রহমানের গোলে ম্যাচে ২-২’এ সমতা ফেরায় নতুন ক্লাবটি। মিনিট চারেকের মাথায় ম্যাচে লিডও নেয় ফর্টিস। প্রথমবারের মতো দলটিকে এগিয়ে নেন আফগানিস্তানের আমিরুদ্দিন শরীফ।
৭৭ মিনিটে বদলি ফুটবলার আরিফ হোসেনের গোলে ৩-৩ গোলে সমতা ফেরায় মোহামেডান। কিন্তু ফর্টিসের একের পর এক আক্রমণে খেই হারায় ঐতিহ্যবাহী সাদাকালোরা।
ঠিক দুই মিনিটের মাথায় ফর্টিসের ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো কুইপাপা’র গোলে ৪-৩ গোলে এগিয়ে যায় তারা। শেষ সময়টা মোহামেডান ম্যাচে ফেরার চেষ্টা করেও আর চিড় ধরাতে পারেনি ফর্টিসের রক্ষণে। শেষ পর্যন্ত বসুন্ধরা কিংস, আবাহনী, শেখ রাসেলের পর এবার ফর্টিসের কাছে হারের লজ্জা পেলো ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব।
এই জয়ের ফলে ৯ ম্যাচ শেষে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে উঠে এসেছে ফর্টিস এফসি। ৫ ম্যাচ ড্র করা ফর্টিস মোহামেডানের আগে শুধু জয় পেয়েছিল উত্তরা এফসি’র বিপক্ষে। সমান ম্যাচে ৪র্থ হারের মুখ দেখা মোহামেডান ৯ পয়েন্ট নিয়ে নেমে গেছে টেবিলের সাতে।
/এ এইচ
Leave a reply