২৫ ফেব্রুয়ারি সব জেলায় পদযাত্রা কর্মসূচি ঘোষণা বিএনপির

|

সরকারের পদত্যাগসহ দশ দফা দাবিতে আগামী ২৫ ফেব্রুয়ারি দেশের সব জেলায় পদযাত্রা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সারাদেশের মহানগরীগুলোতে পদযাত্রা কর্মসূচি পালন করে দলটি। মহানগরী পর্যায়ে এ কর্মসূচিতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।

এদিন বরিশাল মহানগরীতে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির পদযাত্রা শুরু হয়। প্রদক্ষিণ করে ফজলুল হক এভিনিউ, চকবাজারসহ গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক। তাতে বক্তারা দাবি করেন, সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

রংপুরের পদযাত্রায় দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল দাবি করেন, নিত্যপণ্যের দাম সরকারই বাড়িয়েছে।
ফরিদপুরের পদযাত্রায় অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনিই দাবি করেন, দেশে এখন ভোটের পরিবেশ নেই।

চট্টগ্রামের পদযাত্রায় দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কেউ ঘরে ফিরবে না।
সিলেটের পদযাত্রা থেকেই নতুন কর্মসূচির ঘোষণা আসে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কর্মসূচি ঘোষণা দেন। আর নারায়ণগঞ্জের পদযাত্রায় যোগ দিয়ে দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গণতন্ত্র রক্ষায় এসব কর্মসূচি।

এছাড়া, রাজশাহী-খুলনাসহ অন্য মহানগরীগুলোতেও কেন্দ্রীয় কর্মসূচি পালিত হয়েছে। এতে সরকারের পদত্যাগসহ দশ দফা দাবি জানানো হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply