বিভ্রান্তিমূলক কনটেন্টের লাগাম টানাসহ শিশু-কিশোরদের সুরক্ষায় ইউরোপীয় ইউনিয়ন বড় সামাজিকযোগাযোগ মাধ্যমগুলোর জন্য কড়া নিয়ম চালু করতে যাচ্ছে। এ ক্ষেত্রে কোনো ত্রুটি হলে তাদের বার্ষিক মুনাফা থেকে জরিমানা গুনতে হবে।
এখন থেকে ফেসবুক, টিকটক, টুইটার, এবং ইনস্টাগ্রামকে ইইউ’র কনটেন্ট মডারেশন আইন মেনে চলতে হবে।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম পলিটিকোর খবরে বলা হয়েছে, বিভ্রান্তিমূলক কনটেন্টের ক্ষেত্রে এখন থেকে কিছু নিয়ম মেনে চলতে হবে অনলাইন প্ল্যাটফর্মগুলোকে। এছাড়া শিশুদের নিরাপত্তায় নিতে হবে বাড়তি সতর্কতা।
মোট কতজন ইউরোপীয় অনলাইন প্ল্যাটফর্ম সেবা ব্যবহার করে, তা জানানোর জন্য গতকাল মধ্যরাত পর্যন্ত সময় ছিল। যেসব প্ল্যাটফর্ম ও সার্চ ইঞ্জিনে ৪ কোটি ৫০ লাখের বেশি ইউরোপীয় ইউনিয়নের ব্যবহারকারী রয়েছেন, তাদের ‘ডিজিটাল সার্ভিস অ্যাক্ট’ ডিএসএ’র এই নিয়ম মেনে চলতে হবে। চলতি বছরের গ্রীষ্ম থেকেই এসব নিয়ম মেনে চলতে হবে সামাজিকযোগাযোগ মাধ্যমগুলোকে।
ইউরোপীয় কমিশনের তদন্তে বড় অনলাইন প্ল্যাটফর্মগুলোর যদি কোনো ত্রুটি ধরা পড়ে, তবে কমিশন এই প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক বৈশ্বিক রাজস্বের ৬ শতাংশ পর্যন্ত জরিমানা করতে পারবে।
এটিএম/
Leave a reply