স্টাফ করেসপনডেন্ট:
জামালপুর সদর উপজেলার বটতলা উচ্চবিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ মিনারের বেদিতে মঞ্চ বানিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. মোজাফফর হোসেনসহ অতিথিদের সবাই জুতা পায়ে ওই মঞ্চে উঠেন। ভাষার মাসে এমন ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।।
স্থানীয়রা জানান, বটতলা উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনের শহীদ মিনারের স্তম্ভগুলো কাপড় দিয়ে ঢেকে দিয়ে বেদিতে টেবিল-চেয়ার বসিয়ে অনুষ্ঠানের মঞ্চ তৈরি করে বিদ্যালয় কর্তৃপক্ষ। দুপুরে শহীদ মিনারের বেতিতে তৈরি সেই মঞ্চে ওঠেন সদরের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনসহ অন্যান্য অতিথিরা। এ সময় সবাই জুতা পায়ে মঞ্চে অবস্থান করেন এবং প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করেন।
ভাষা আন্দোলনের মাসে শহীদ মিনার অবমাননার ঘটনায় হতবাক ও বিস্মিত হয়েছেন সকলেই। এ বিষয়ে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি।
/এনএএস
Leave a reply