ভূমিকম্পে কেঁপে উঠলো ভারতের অরুণাচল প্রদেশ। দেশটির সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে রাজ্যের পশ্চিমাংশে এই কম্পন অনুভূত হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ভুটান সীমান্তের কাছে পশ্চিম কামেংয়ে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। রিক্টার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৩.৮।
শুধু অরুণাচলই নয়, এ কম্পনে কেঁপে ওঠে উত্তর-মধ্য আসাম এবং ভুটানের পূর্বাংশও। তবে এই কম্পনে প্রাণহানি বা কোনো সম্পদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।
এর আগে ২০২২ সালের ডিসেম্বরে কেঁপে উঠেছিল অরুণাচল প্রদেশ। সেই সময় কম্পনের মাত্রা ছিল ৩.৭। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ভূমিকম্প হয় আসামে।
ইউএইচ/
Leave a reply