মোবাইলের আলো জ্বেলে অবস্থান জানান দিচ্ছেন আটকে পড়া মানুষেরা

|

রাজধানীর গুলশান-২ এলাকায় একটি বহুতল আবাসিক ভবনে আগুন লেগেছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ভবনটিতে আগুন লাগে। ভবনে আটকে পড়া মানুষরা নিজেদের অবস্থান জানান দিতে মোবাইলের আলো জ্বেলে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন।

এ ঘটনায় ভবনটিতে অনেকেই আটকা পড়েছেন বলে জানা গেছে। এখন পর্যন্ত ১ জন মহিলাসহ ৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট। আরও ৪টি ইউনিট দুর্ঘটনাস্থলে যাচ্ছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ১২ তলা ভবনের সাততলায় আগুন লাগে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুন থেকে রক্ষা পেতে ভবন থেকে লাফ দিয়ে ৩ জন আহত হয়েছেন।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply