ব্রাজিলে বন্যা ও ভূমিধসে প্রাণহানি কমপক্ষে ১৯

|

ব্রাজিলের সাও পাওলো প্রদেশে বন্যা-ভূমিধসে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৯ জন। এখনও নিখোঁজ অনেকে। দুর্গত এলাকা থেকে পাঁচ শতাধিক মানুষকে সরানো হয়েছে নিরাপদ আশ্রয়ে। খবর রয়টার্সের।

প্রাকৃতিক দুর্যোগের কারণে বাতিল করা হয়েছে কার্নিভ্যালের নানা উদ্যোগ। গেলো কয়েকদিন ধরেই ব্রাজিলীয় উপকূলে হচ্ছে ভারি বৃষ্টিপাত। গেলো ২৪ ঘণ্টায় ৬৮৭ মিলিমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে বৃষ্টিপাত। সবচেয়ে ক্ষতিগ্রস্ত সান সেবাস্তিয়াও এবং বার্তিওগা শহর। গোটা লোকালয় বন্যায় পানিবন্দি। তাছাড়া পার্বত্য এলাকা থেকে ভারি পাথর গড়িয়ে পড়ে গুড়িয়ে দিয়েছে ঘরবাড়ি-স্থাপনা। একইসাথে গাছ ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত অনেক গাড়ি।

উদ্ধারকাজে নেমেছে সেনাবাহিনীর কয়েকটি দল। দু’টি বিশেষ বিমানের মাধ্যমে চালানো হচ্ছে তল্লাশি অভিযান। অঞ্চলগুলোয় বহাল ‘জনদুর্ভোগ’ ডিক্রি। গেলো বছরও দেশটির পেত্রোপলিস শহরে ভূমিধসে প্রাণ হারিয়েছেন ২৩০ জন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply