দেশে ‘ফারাজ’ সিনেমার প্রচার-প্রদর্শন নিষিদ্ধ করলো হাইকোর্ট

|

গুলশানের হলি আর্টিজনে জঙ্গি হামলার ঘটনার প্রেক্ষাপট নিয়ে নির্মিত ভারতীয় সিনেমা ‘ফারাজ’ এর সব ধরনের প্রচার ও প্রদর্শনে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। বাংলাদেশের সিনেমা হলগুলোসহ সব ধরনের অনলাইন প্ল্যাটফর্মে এই সিনেমার প্রচার ও প্রদর্শনে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত বিষয়ে রিট জারির পরই এলো এমন ঘোষণা।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিচারপতি মো. খসরুজ্জমান ও বিচারপতি মো. ইকবাল কবীরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আইনজীবী আহসানুল করিম এ নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ভারতীয় সিনেমা ‘ফারাজ’ বাংলাদেশের কোনো সিনেমা হল এবং সব ধরনের অনলাইন প্লাটফর্মে মুক্তি না দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন হলি আর্টিজানের ঘটনায় নিহত অবিন্তা কবিরের মা রুবা আহমেদ। গত ১২ ফেব্রুয়ারি এ রিট দায়ের করেন তিনি। বিষয়টি নিয়ে হাইকোর্টের এ নির্দেশের পর সিনেমাটি নিয়ে বড় একটি বিতর্কের অবসান হলো।

প্রসঙ্গত, ঢাকার হলি আর্টিজানে সংগঠিত নৃশংস হামলার ঘটনা নিয়ে ফারাজ নামে সিনেমাটি নির্মাণ করেছেন মুম্বাইয়ের হংসল মেহতা। গত ৩ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পেয়েছে ফারাজ। সিনেমাটি প্রযোজনা করেছেন অনুভব সিনহা ও ভূষণ কুমার।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply