গুলশান অগ্নিকাণ্ড: আশঙ্কাজনক নারীর চিকিৎসায় বাড়লো মেডিকেল বোর্ডের সদস্য

|

গুলশানের অগ্নিকাণ্ডের ঘটনায় আশঙ্কাজনক শামা রহমানের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডে আরও ৭জন চিকিৎসককে যুক্ত করা হয়েছে। অর্থাৎ এখন ২৫ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরেই প্রথমে ১৮ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। ইতোমধ্যেই তারা প্রথম বৈঠক শেষ করে আশঙ্কাজনক ওই নারীর চিকিৎসা শুরু করেছেন। পরীক্ষা-নীরিক্ষাও করা হয়েছে। তাকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ শেষে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে ওই নারী ঝুঁকিমুক্ত নয়।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে গুলশানে লাগা আগুনে দগ্ধ হন শামা রহমান। তার শ্বাসনালী পুড়ে গেছে। আগুন লাগার পর বহুতল ভবন থেকে নিচে লাফিয়ে পড়েন ওই নারী। এতে তার শরীরে আরও আঘাত লেগেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

শামা ছাড়াও এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। তাদেরও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তবে তারা এখন ঝুঁকিমুক্ত আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে, এ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ২ জন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply