যুক্তরাষ্ট্রে পর্যটকের অসাবধানতার কারণে ভেঙে গেলো ৪২ হাজার ডলারের একটি ভাস্কর্য। মিয়ামির বেল-এয়ার ফাইন আর্ট গ্যালারিতে ঘটে আকস্মিক এ দুর্ঘটনা। এর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। খবর ডেইলি মেইলের।
একজন প্রত্যক্ষদর্শী ঘটনাটি তার সামাজিক মাধ্যমে শেয়ার করেন। সেখানে জেফ কুন্সের বিখ্যাত ‘বেলুন ডগ’ নামক একটি মূল্যবান ভাস্কর্যের ভেঙে যাওয়া টুকরো দেখা যায়। যার মূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা। মেঝেতে পড়ে থাকা নীল শেডের এক একটি খণ্ডাংশ জ্বলজ্বল করতে দেখা যায় ভিডিওটিতে। যা দেখে হতবাক দর্শনার্থীরাও।
মূলত শিল্প মেলা উপলক্ষ্যে গ্যালারিতে ভিড় জমান অসংখ্য পর্যটক। সেখানেই একজন প্রবীন নারীর হাত লেগে ভেঙে যায় ভাস্কর্যটি। আর্ট উপদেষ্টা জানান, দুর্ঘটনাবশত হওয়ায় বিমার মাধ্যমে পরিশোধ করতে হবে ভাস্কর্যটির মূল্য।
এসজেড/
Leave a reply