অস্ত্র চোরাচালানে জড়িত চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৬

|

ভারত থেকে চোরাচালানের মাধ্যমে দেশে আনতো অবৈধ অস্ত্র। আর সেই অস্ত্র ভুয়া লাইসেন্স তৈরি করে বিক্রি করা হতো রাজধানীসহ সারাদেশে। এমন একটি চক্রের মূলহুতা পলাশসহ ৬ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে র‍্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি জানায়, ৫ বছর ধরে এই কাজ করে আসছিল চক্রটি। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও জাল লাইসেন্স উদ্ধার করা হয়।

র‍্যাবের দাবি, চক্রটি বেসরকারি সিকিউরিটি কোম্পানি ও তাদের সদস্যদের কাছে অস্ত্র বিক্রি করতো। চক্রটির মাধ্যমে সিকিউরিটি কোম্পানিতে চাকরির প্রলোভন দেখিয়েও এসব অস্ত্র বিক্রি করে আসছিল তারা। আর এই পুরো প্রক্রিয়ায় হাতিয়ে নেয়া হতো দুই-তিন লাখ টাকা। এছাড়াও বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গেও তাদের লেনদেন রয়েছে বলে জানায় সংস্থাটি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply