সাতক্ষীরায় প্রায় ৫০০ লিটার ভেজাল দুধ জব্দ, ব্যবসায়ীকে কারাদণ্ড

|

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার তালা উপজেলার মহান্দী এলাকায় গ্লুকোজ ও সয়াবিন তেল দিয়ে তৈরিকৃত ৪৭০ কেজি ভেজাল তরল দুধ জব্দ করা হয়েছে। এ ঘটনায় ভেজাল কারবারি উজ্জ্বল কুমার ঘোষকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি মহান্দী গ্রামের বাসুদেব ঘোষের ছেলে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

সাতক্ষীরা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোকলেছুর রহমান জানান, অভিযানকালে ভেজাল তরল দুধ তৈরি কাজে ব্যবহৃত ৩৬ কেজি গ্লুকোজ, ক্রিম বানানোর কাজে লাগানো ১০ লিটার সয়াবিন তেল, ব্লেন্ডারসহ আনুষঙ্গিক যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। এছাড়া উজ্জ্বল ঘোষের বাড়িতে থাকা ৪৭০ কেজি তরল দুধ পরীক্ষা করে এসব দ্রব্যের অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভেজাল কারবারিকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। এ সময় ভেজাল দুধ ও জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়েছে। এসব ভেজাল দুধ অভিযুক্ত ব্যবসায়ী দীর্ঘদিন ধরে বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করে আসছিল বলে জানা গেছে।

তিনি বলেন, সাতক্ষীরায় কোনোভাবেই ভেজাল দুধ তৈরি বন্ধ করা যাচ্ছে না। ঘোষপাড়া এলাকায় এসব ভেজাল দুধ প্রস্তুত হয়। অভিযানে সাময়িক বন্ধ হলেও পরবর্তীতে আবারও ভেজাল কারবার শুরু করে একদল অসাধু ব্যবসায়ী।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply