আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্বব্যাপী রিলে দৌড়ের আয়োজন করেছে দ্য ওয়ার্ল্ড রানার্স ক্লাব ও অবেসিটি ফ্রি ওয়ার্ল্ড নামের দুটি সংগঠন। ‘যতদূর বাংলা ভাষা ততদূর এই বাংলাদেশ’ স্লোগানে সোমবার (২০ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এ দৌড় চলবে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) পর্যন্ত।
আয়োজকরা জানান, পৃথিবীর যে কোনো দেশ থেকে যে কেউ এ দৌড়ে অংশ নিতে পারবেন। নির্দিষ্ট পরিমাণ পথ দৌড় সম্পন্ন করে হাতের প্রজ্বলিত ‘চেতনা মশাল’ অন্যজনের কাছে হস্তান্তর করতে হবে। যেহেতু দুনিয়ার সব স্থানে বাংলাভাষী মানুষ আছেন, তাই অংশগ্রহণকারীদের ভিডিও সংযুক্তির মাধ্যমে এ আয়োজন ডিজিটাল প্লাটফর্মে প্রকাশ করা হবে।
আয়োজকরা আরও জানান, এরইমধ্যে খুব ভালো সাড়া পাওয়া গেছে। যার ফলে ৭১ কিলোমিটারে সীমাবদ্ধ না থেকে, শহীদদের সম্মানে এবং জাতীয় চেতনার দায় থেকে যার পক্ষে যতোটুকু সম্ভব দৌড় সম্পন্ন করতে পারবেন। অংশগ্রহণকারীদের ভিডিও নিয়ে দেশ ও জায়গার নামসহ রিলে তৈরি করা হবে।
এ সময় পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা বাংলাভাষীদের এ মশাল দৌড়ে অংশগ্রহণ করার জন্য আহবান জানান আয়োজকরা।
এএআর/
Leave a reply