ইউক্রেনে মার্কিন সহায়তা বন্ধের দাবিতে বিক্ষোভ হলো যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। রোববারের এ আন্দোলনে যোগ দেয় প্রায় এক হাজার বিক্ষোভকারী। খবর স্পুটনিক নিউজের।
খবরে বলা হয়, বিক্ষোভকারীরা শহরের লিংকন মেমোরিয়ালের সামনে জড়ো হয়ে যুদ্ধবিরোধী স্লোগান দেন। তারা বলেন, জনগণের ট্যাক্সের টাকা নষ্ট করছে সরকার। এতে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে যুক্তরাষ্ট্রের। তাই ইউক্রেন ইস্যুতে বিরোধী দলগুলোর সাথে সংলাপে বসার আহ্বান জানান তারা।
সাম্প্রতি এক জরিপে দেখা যায়, ইউক্রেনকে অস্ত্র ও অর্থনৈতিক সহায়তার জন্য দেশটিতে যুদ্ধবিরোধী সমর্থন বাড়ছে।
এদিকে, এক ঝটিকা সফরে সোমবার (২০ ফেব্রুয়ারি) ইউক্রেন সফরে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কোনো ধরনের ঘোষণা ছাড়াই ইউক্রেন সফরে গেছেন তিনি।
ইউএইচ/
Leave a reply