অনন্য রেকর্ড গড়লেন হারমানপ্রীত কাউর

|

ছবি: সংগৃহীত

ভারতের নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কাউর বিশ্ব ক্রিকেটে গড়েছেন এক অনন্য ইতিহাস। সুজি বেটস–রোহিত শর্মাদের পেছনে ফেলে টি–টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন তিনি।

আয়ারল্যান্ডের বিপক্ষে যখন টস করতে নামেন হারমানপ্রীত, তখনই তার ক্যারিয়ার পরিসংখ্যানে জ্বলজ্বল করছিল ১৫০তম আন্তর্জাতিক টি–টোয়েন্টি ম্যাচ। ছেলে ও মেয়েদের মিলিয়ে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ১৫০টি ম্যাচ খেলা প্রথম ক্রিকেটার হয়ে গেছেন হারমানপ্রীত।

টসের পর হারমানপ্রীত কাউর বলেন, এটা (১৫০ টি-টোয়েন্টি খেলা) মানে অনেক কিছু। আমি আমার সতীর্থদের কাছ থেকে আবেগপূর্ণ বার্তা পেয়েছি। বিসিসিআই এবং আইসিসিকে ধন্যবাদ, আমি এতগুলো ম্যাচ খেলতে পেরেছি।

তার নিকট প্রতিদ্বন্দ্বী ভারত জাতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা খেলেছেন ১৪৮ ম্যাচ। এই কীর্তি গড়ার দিনে আরেকটি মাইলফলক স্পর্শ করেছে হারমানপ্রীত। ভারতের প্রথম নারী ব্যাটার হিসেবে টি–টোয়েন্টিতে ৩ হাজার পূরণ করেছেন তিনি।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply