বাংলাদেশে দ্বিতীয় ইনিংসের প্রথম দিনটি যেভাবে পার করলেন হাথুরুসিংহে

|

তাহমিদ অমিত:

মিরপুরে এসে জাতীয় দলের ঐচ্ছিক অনুশীলনে যোগ দিয়েছেন টাইগারদের নতুন প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে। সরাসরি অনুশীলন তত্ত্বাবধান না করলেও কথা বলেছেন তামিম-শান্তদের সাথে। পিঠ চাপড়ে দিয়েছেন যেমন তাইজুলের, তেমনি স্যালুট দিয়েছেন এবাদতকে। ঐচ্ছিক অনুশীলনেও খেলোয়াড়দের তীব্রতায় যেন প্রথম দিনেই প্রকাশ পেলো হাথুরু-প্রভাব।

তখন সকাল সাড়ে ১১ টা। মিরপুরের সবুজ গালিচায় এলেন টাইগারদের নতুন প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে। সকাল ৯টায় বিসিবিতে আসার পর ক্যামেরার লেন্স খুঁজে পায় এই লঙ্কানকে। ঢুকেই প্রথম হাত মেলালেন বিপিএল সেরা নাজমুল শান্তর সাথে।

সিনিয়র ক্রিকেট নিয়ে পুরনো মিথ ঠেলে হাসিমাখা মুখে কথা বললেন তামিম ইকবালের সাথেও। এরই মাঝে ব্র্যান্ডিং হওয়া পেসার এবাদতকে স্যালুট দিয়ে বোঝালেন, টাইগার ক্রিকেট কতটা ফলো করেছেন তিনি। তাইজুলের পিঠ চাপড়ে সোজা গেলেন উইকেটর দিকে। সেখানে পুরনো পার্টনার গামিনি ডি সিলভার সাথে যোগ দিয়ে নিলেন উইকেটের খবর। উইকেটের মাঝের সেই বৈঠকে যোগ দিলেন তামিম ইকবাল। ১৫/২০ মিনিট চললো সেই সভা।

এরপর মাঝমাঠে দেখা গেলো কালো-সাদার মিলন। কালো পাঞ্জাবি পরিহিত খালেদ মাহমুদ আর সাদা টি-শার্টের হাথুরু’র এ যেন নতুন ইনিংস। অনুশীলনের দিকে একবারের জন্যও তাকাননি হাথুরুসিংহে। কিন্তু অনুশীলনের তীব্রতায় ছিল না কোনো ঘাটতি। দেখে বোঝার উপায় নেই যে, এটা ঐচ্ছিক অনুশীলন। দলে না থাকা শরিফুল, রাব্বি, নাসুমরা মাঠে ঘাম ঝরিয়েছেন। প্রতিদিন লাখ টাকা বেতনের চান্দিকা কেন বিসিবির আকাশের চাঁদ, সেটা যেন পরিষ্কার হয়ে গেলো অনুশীলনের এই চিত্রে।

টিম ম্যানেজমেন্টকে নিয়ে ইনডোর দেখতেও যান হাথুরু। ফিরে আসে ড্রেসিংরুমে ঢুকে ঘণ্টাখানেক বৈঠকও করেন তিনি। টাইগারদের ক্রিকেট নিয়ে পুরনো খামে সেখানে নিশ্চয় লেখা হয়ে গেছে চান্দিকা হাথুরুসিংহের নতুন চিঠি।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply