মুকেশ কন্যার বিয়ের লেহেঙ্গার দাম ৯০ কোটি রুপি! কী দিয়ে তৈরি?

|

ভারতের ধনকুবের মুকেশ আম্বানির বাড়িতে বিয়ে মানেই বলিউড তারকাদের মিলনমেলা। এছাড়া থাকেন বিশ্বের নামি দামি সব শিল্পপতিরা। শোনা যায়, মুকেশের কন্যা ঈশা বিয়েতে যে লেহেঙ্গাটি পরেছিলেন তার দাম ৯০ কোটি রুপি। কিন্তু কেনো এত দাম এ পোশাকের? খবর ডিএনএ ইন্ডিয়ার।

২০১৮ সালের ১২ ডিসেম্বর ঈশা এবং তার বাল্যবন্ধু ব্যবসায়ী আনন্দ পিরামলের বিয়ে হয়। কয়েকটি সংবাদ সংস্থার দাবি, ঈশা তার বিয়েতে যে লেহঙ্গাটি পরেছিলেন তাতে বসানো ছিল হীরা। সোনার পাত দিয়েও কাজ করা ছিল লেহঙ্গায়।

পোশাকশিল্পী আবু জানি এবং সন্দীপ খোসলা বিশেষভাবে বহু ঘেরযুক্ত লেহঙ্গাটি বানিয়েছিলেন। ঘিয়ে রঙের লেহঙ্গার কলিগুলিতে এমব্রয়ডারির কাজও খুব সুন্দর করে করা হয়েছিল। লেহঙ্গাজুড়ে যে সূক্ষ্ম ফুলের ডিজ়াইন রয়েছে তাতে সিকুইনের কাজ ধরা পড়েছে। অনেকের দাবি, এই কাজ করতে দামি পাথরও ব্যবহার করা হয়েছে।

বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রের দাবি, ঈশা এবং আনন্দের বিয়ে উপলক্ষে ৮২৭ কোটি ৬২ লক্ষ ১০ হাজার কোটি টাকা খরচ করা হয়েছিল।

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিয়োন্সে, হিলারি ক্লিন্টন, আরিয়ানা হাফিংটন, নিক জোনাসের মতো তারকা। এ ছাড়াও অমিতাভ বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া, শাহরুখ খানসহ আরও বলিউড তারকা উপস্থিত ছিলেন সেখানে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply