ব্যালট পেপারে প্রেম নিবেদন!

|

যুগে যুগে প্রেম নিবেদনে কত বিচিত্র উপায়ই না বেছে নিয়েছে প্রেমিক-প্রেমিকারা। তাই বলে ব্যালট পেপারে জানাতে হবে ভালোবাসার কথা!

পাকিস্তানে সদ্য অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে এ ঘটনা ঘটেছে। পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ-গুলালাই (পিটিআই-জি) এর নেতা আয়েশা গুলালাই তার নির্বাচনী আসন (এনএ-৫ নওশেরা-১) আসন থেকে প্রার্থী হয়ে মাত্র একটি ভোট পেয়েছেন। সেই ভোটারই কিনা আবার ব্যালট পেপারে তার প্রতি লিখিতভাবে প্রেম নিবেদন করেছেন! রিজালপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ নম্বর কেন্দ্রে এ ভোটটি পড়ে। তবে, ব্যালটে ভোটের পরিবর্তে ভোটার ‘আই লাভ ইউ’ লেখেন। পরে ভোটটি প্রিজাইডিং অফিসার বাতিল করে দেন।

আয়েশা গুলালাই পিটিআই থেকে বের হয়ে নতুন দল পিটিআই-গুলালাই গঠন করেছিলেন। তিনি পিটিআই ছাড়ার পূর্বে অভিযোগ করেছিলেন, ইমরান খান তার মুঠোফোনে আপত্তিকর এসএমএস পাঠিয়েছিলেন। তবে, অভিযোগ অস্বীকার করেন পিটিআই প্রধান।

পিটিআই-গুলালাই নির্বাচনে কোনো আসনে জিততে ব্যর্থ হয়েছে। দলটি ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের সদস্যদের নির্বাচনের টিকিট দিয়েছিলো। আয়েশা গুলালাই নওশেরা-১ আসনে পিটিআই প্রার্থী সাবেক মুখ্যমন্ত্রী পারভেজ খাত্তাকের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

যমুনা অনলাইন: এফএম/টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply